আজ ২০ জুন ২০২২ তারিখে বান্দরবান পার্বত্য জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা জেলাপ্রশাসকের কার্যালয়স্থ সম্মেলন কক্ষে জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমধু চক্রবর্ত্তী উপস্থিত সদস্যগণের সামনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গঠনের পটভূমি, নিরাপদ খাদ্য আইন ২০১৩, বিধি এবং প্রবিধিসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে তুলে ধরেন। সভার সভাপতি জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা বলেন, এক সময় বাংলাদেশে খাবারের অভাব ছিল, এখন নেই। এখন নিরাপদ খাদ্য নিয়ে ভাবার সময় এসেছে। খাবারে ভেজাল কিংবা অনিরাপদ খাদ্য উৎপাদনের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের নিরাপদতা রক্ষার জন্য অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস