গত ১২ই ও ১৪ই মে ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে বান্দরবান সদর থানার বাকিছড়া ইউনিয়নের গৃহিণীদের সাথে 'নিরাপদ খাদ্য বিষয়ে' ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বান্দরবান পার্বত্য জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমধু চক্রবর্ত্তী। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো পারভেজ ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:), বান্দরবান সদর। আলোচনাতে তিনি বলেন সুস্থ ও উন্নত সমাজ গঠনের পূর্বশর্ত নিরোগ ও সুঠাম নাগরিক। আর নিরোগ ও সুঠাম হওয়ার জন্য চাই নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য অফিসার এই সময় নিরাপদ খাদ্যের গুরুত্ব এবং খাবারকে নিরাপদ রাখার উপায়সমূহ সহজ ভাষায় তুলে ধরেন। বৈঠকে উপস্থিত অংশগ্রহনকারীদের কথায় উক্ত এলাকাতে নিরাপদ খাবার পানির অভাবের কথা উঠে আসে। বৈঠককালে অংশগ্রহণকারী গৃহিণীদের মাঝে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন লিফলেট, বুকলেট এবং সাঁটানোর জন্য পোস্টার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস