গত ২৩.১০.২০২২ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক বান্দরবান সদর উপজেলার মেঘলা ও সুয়ালক ইউনিয়নের বিভিন্ন খাদ্যস্থাপনা (রেস্তোরাঁ ও মুদি দোকান) মনিটরিং করা হয়। বান্দরবান পার্বত্য জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমধু চক্রবর্ত্তীর নেতৃত্বে গঠিত উক্ত মনিটরিং টীমে আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব সুশীলা কর্মকার ও নমুনা সংগ্রহ সহকারী জনাব মোহাম্মদ রাশেদ উদ্দিন। পরিদর্শনকালে প্রত্যেক খাদ্যস্থাপনাতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার নির্দেশ দেয়া হয় এবং বুকলেট, লিফলেট বিতরণ করা হয় ও ভোক্তাদের জন্য সহজে দৃশ্যমান স্থানে লাগানোর বিতরণ করা হয় কর্তৃপক্ষ কর্তৃক প্রচারিত 'খাদ্যস্থাপনার জন্য পালনীয় নির্দেশাবলি' সম্বলিত পোস্টার । এই সময় খাদ্যস্থাপনাসমূহের নিরাপদ খাদ্য়ের জন্য ঝুঁকিসমূহ বুঝিয়ে দেয়া হয়। যেসব খাদ্যস্থাপনাতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, পোড়া তেল এবং বাসি খাবার পাওয়া যায় তা ধ্বংস করা হয়। খাদ্যস্থাপনাসমূহকে পরবর্তী এক মাস সময়ের মধ্যে অসঙ্গতিসমূহ দূর করার জন্য নির্দেশ দিয়ে নিরাপদ খাদ্য অফিসার বলেন, জনগণের আহার্য খাবারের প্রতি কোনো রকম অবহেলা করা মেনে নেয়া যায় না এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে না চললে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস