বান্দরবান পার্বত্য জেলার খাবারের নিরাপদতা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামি ২২ নভেম্বর, ২০২২ রোজ মঙ্গলবার, হোটেল ডি' মোর এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলাতে নিরাপদ খাদ্য বিষয়ক একটি জেলা কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি দিয়েছেন জনাব মো: আব্দুল কাইয়ুম সরকার, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মঞ্জুর মোর্শেদ চৌধুরী আহমেদ, সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক, জনাব তারিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা এবং ডা: নীহার রঞ্জন নন্দী, সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা
উক্ত কর্মশালাতে সভাপতিত্ব করবেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস