বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি এবং প্রবিধিমালার প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ ২৫-০৮-২০২২ খ্রি. তারিখে বান্দরবান পার্বত্য জেলার জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড: মো: আব্দুল আলীম। নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমধু চক্রবর্ত্তী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে অত্র জেলার জনগণের খাবারকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে দুইটি মামলাও দায়ের করা হয়েছে। সরকারী বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, খাদ্যব্যবসায়ীদের প্রতিনিধি, সুশীল সমাজ এর প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বক্তাগণ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ ও বাস্তবায়নে নিজ নিজ ক্ষেত্র থেকে অবদান রাখার ঘোষনা দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS